সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দোহারে উপজেলার ভেতরে প্রানী সম্পদ বিভাগের সাবেক ও বর্তমান কর্মচারীদের হাতাহাতি রাত পোহালেই জয়পাড়া বাজারের ব্যবসায়ী বহুমুখী সমবায় লিঃএর নির্বাচন দোহারে সাবেক ওসি সাজ্জাদসহ ৩৪ জনের নামে মামলা নবাবগঞ্জে আওয়ামীলীগ নেতা ইব্রাহীম খলিল গ্রেপ্তার আজও গ্রেফতার না হওয়ায় মোক্তারের বিরুদ্ধে ফুসে উঠেছে ছাত্রজনতা দোহারে সাবেক ওসি মোস্তফা কামাল ও উপজেলা চেয়ারম্যান আলমগীরের বিরুদ্ধে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জবি ‘র বাৎসরিক আনন্দ ভ্রমন-২০২৪। নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম গ্রেপ্তার দোহারে প্রশাসনের বিশেষ অভিযানে অর্থ কারা দন্ড গুড নেইবারস বাংলাদেশ এর মাধ্যমে বাংলাদেশে শিক্ষকদের উন্নয়নের জন্য ইউনেস্কো-হামদান পুরস্কার

নবাবগঞ্জে জমি জমার বিরোধে আহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

ঢাকা নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- উপজেলার বাহ্র পূর্বপাড় গ্রামের মৃত ইমান আলীর ছেলে মনিরুল ইসলাম রাজীব(৪২), সজীব(৩৫) ও কন্যা হামিদা খাতুন(৪৪)।
গত ২০ আগষ্ট দুপুরে জমি সংক্রান্ত বিরোধে তর্কে জড়িয়ে চাচাত ভাই লিটনের নেতৃত্বে তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হাতুরী ও শাবল দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় আহত মনিরুল ইসলাম রাজীব ৬ জন অভিযুক্ত করে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারী রাজীব বলেন, বসতঘরের সামনে দিয়ে চাচা শের আলীর ছেলে লিটন গংরা তাদের প্রতিনিয়ত ব্যবহৃত পায়খানার মলের লাইন বসানো ছিলো আমাদের জায়গায় আগে থেকেই। বেশ কয়েক সপ্তাহ ধরেই সেই মলের পাইপের লাইন ফেটে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছিল।বার বার তাগাদা দেওয়ার পরও গত মঙ্গলবার দুপুরে একপ্রকার বিরক্ত হয়েই লিটনদের সাথে তর্কে জড়িয়ে পড়ি আমরা। একসময়ে লিটন গংরা পূর্ব পরিকল্পিত অনুযায়ী ঘরে থাকা হাতুরী,লাঠি ও শাবল দিয়ে আকস্মিক হামলা চালিয়ে আমাকে ও ছোটভাই সজীবকে মাথায় ও পিঠে পিটিয়ে গুরুত্বর জখম করেন।

এ সময়ে আমার বড় বোন হামিদা খাতুনকে মাটিতে ফেলে গলায় ও বুকে পাড়া দিয়ে ফেলে রাখেন লিটনের স্ত্রী কানন ও তার ৪ মেয়ে সাদিয়া আক্তার,লিমা আক্তার, রেহেনা বেগম,জুইঁ আক্তার। আমাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সবাই পালিয়ে যায়। এ সময়ে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান পরিবারের সবাইকে।
রাজীব আরও বলেন,এ ঘটনায় আমি বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জমা দেই মঙ্গলবার।পরের দিন বুধবার নবাবগঞ্জ থানার এস আই আব্দুল কাদের হাসপাতালে দেখতে আসেন এবং বাড়িতে আহতদের খোজঁ-খবর নেন। এ ঘটনায় বাড়িতে হামলাকারীরা পুনরায় অভিযোগ তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত লিটনের মোবাইল ফোনে বার বার চেষ্ঠা করেও যোগাযোগ করা সম্ভব হয় নাই। পরে লিটনের মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।
এ বিষয়ে চুড়াইন ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা এবং আহতের মামা মো.সায়েদুর রহমান সায়েদ বলেন, বর্তমান বাংলাদেশে জমির বিরোধ নিয়ে হামলার শিকার হচ্ছেন অনেকেই। পরিবার ও সমাজের নিরাপত্তায় এবং সামাজিক অনুশাসনকে যারা অবজ্ঞা করে যারা এই হামলা কান্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার এস আই আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করলে জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত লিটনরা আত্মগোপনে রয়েছেন। শ্রীঘ্রই তাদের আটক করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102