হঠাৎ করেই দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিপাকে পড়েছে মানুষ। সিলেট, ফেনী ও হবিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলায় বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে পানি। আটকে পরা ২ লাখ মানুষের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ব্যাহত হচ্ছে সেখানকার চিকিৎসা সেবাসহ নানা জিনিস।
এমন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফেনী জেলায় বন্যা কবলিত দুর্গতদের সহায়তায় অর্থ ও ওষুধ পাঠানো হয়েছে।আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থীদের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন।
তিনি জানান, আজ ছাত্রদের একটি দল ফেনীর উদ্দেশ্যে রওনা হবে। পরবর্তীতে অন্যান্য জেলায়ও সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া দোহার উপজেলার বন্যা পরিস্থিতি নিয়েও ৫ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।