নিজস্ব প্রতিবেদকঃ
দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের বাৎসরিক আনন্দ ভ্রমণ-২০২৪,
১ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় দোহারের মিনি কক্সবাজার -মৈনট ঘাট থেকে সাম্পান যোগে পদ্মায় সাম্পান ভাষায় ছাত্র-ছাত্রীদের এ বহর। দিনব্যাপী মাওয়া রিসোর্ট ময়দান ও পদ্মাসেতু ঘুরে আবার ফিরে আসে নারিশা ডাকবাংলোয়।কাজী মোসাব্বিরুল আলম নাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জবি’র প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও সাবেক জবিয়ান মামুন খান, এড. সাইদুর রহমান সাহাদ (এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত)। উপদেষ্টা মন্ডলীদের মধ্যে ইমরান খান, মিথুন হোসেন জয়, সৌরভ ঘোষ ও মো.নুর আলম, মোসাদ্দেক হাবিব মুন্না।
শেষ পর্বে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ, মেধা বৃত্তি প্রদান ও উপদেষ্টামন্ডলিদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনটির সকল সদস্যদের নিয়ে দিনভর আড্ডা -মাস্তি আনন্দ আলোচনা শেষে ঘোষিত হয় নতুন কমিটির। আগামীর দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি হলেন সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পেলেন আল নূর খান।