দোহার থানার সাবেক ওসি সাজ্জাদ নবাবগঞ্জ এর সাবেক ওসি মোস্তফা কামাল ও এএসপি মাহবুব সহ ৩৪ জনের নামে মামলা হয়েছে । মামলায় দোহার থানার প্রায় ১০ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। ২০১৮ সালের ১২ ডিসেম্বর গণসংযোগের সময় ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) বিএনপির প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে আটক করে পুলিশ। পুলিশের দাবি করেছিলো, নিরাপত্তার স্বার্থে বিএনপির প্রার্থীকে থানায় নেওয়া হয়েছে। সেদিনে পুলিশের হামলায় সাংবাদিকসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় এবং ১০ জনকে আটক করা হয়। পরবর্তীতে, গায়েবি মামলা হয় প্রায় দুই শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে। সেদিন পুলিশের হামলায় গুরুতর আহত দোহার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় ৩৩ জনকে আসামী এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।