ঢাকার দোহার উপজেলার অন্যতম জয়পাড়া বহুমুখী ব্যবসায়ী সমিতি লি: এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমিতির কার্যকরী সংসদ নির্বাচন।
ফলে নির্বাচন নিয়ে সংশয়ে থাকা প্রার্থী ও ভোটারদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী আমেজ। শেষ সময়ে শেষ নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে প্রার্থী ও সমর্থকরা।
জয়পাড়া বহুমুখী ব্যবসায়ী সমিতি লি: এর নির্বাহী কর্মকর্তা পরেশ চন্দ্র রাজবংশী জানান, তিন বছর মেয়াদী নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির ২৬ টি পদে সমিতির বৈধ ভোটারদের ভোটে প্রার্থীরা নির্বাচিত হবেন। পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপজেলা সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক মামুন অর রশীদ ও উপজেলা সমবায় অফিসার আরিফা বানু।
তিনি আরো বলেন,নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রয় করা হয়। তফসিল অনুযায়ী সোমবার ৯ ডিসেম্বর নির্বাচনের জন্য ৬ টি পদে মনোনয়ন জমা দেন ২৬জন প্রার্থী। সভাপতি পদে মনোনয়ন জমা দেন মোঃ রইস উদ্দিন (চেয়ার মার্কা) ও এস এম কুদ্দুস (তালা চাবি মার্কা)। সহ-সভাপতি পদে সাহিদুজ্জামান খন্দকার, হাবিবুর রহমান, মোঃ সোহাগ হোসেন, পরশ আলী, সাধারণ সম্পাদক পদে মোঃ রফিক কবিরাজ, মোঃ সুমন,মোঃ মাহবুবর রহমান, আঃ আজিজ,যুগ্ন-সাধারণ সম্পাদক পদে বাবুল হোসেন, ইব্রাহিম, আরিফুল ইসলাম, মোঃ রফিক, কোষাধ্যক্ষ পদে এস এম বশির উদ্দিন, মিরাজ হোসেন, বিল্লাল হোসেন এবং সদস্য পদে
৯ জন এই নির্বাচনে অংশ করবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এবং ফলাফল প্রকাশ করা হবে।