শুক্রবার বিকেলে দোহারে নাগের কান্দার মাদবর বাড়ি ২৪ জানুয়ারি গণ অধিকার পরিষদ দোহার উপজেলা শাখার সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন দোহার শাখার গণ অধিকার পরিষদ -জিওপির আহবায়ক আব্দুল জব্বার,সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র শাখার সদস্য সচিব মাসুদ রানা ডেন্টিস্ট। তারুন্য নির্ভর নতুন ধারার নিবন্ধিত সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ -জিওপি । তাদের দলীয় প্রতীক হচ্ছে ট্রাক । ইতিমধ্যেই সারা দেশে থানা ইউনিয়ন কমিটি হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এই সভায় অনেক নতুন মুখও যোগদান করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সদস্য সচিব নাছির উদ্দিন পল্লব,বিশেষ বক্তা যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম, মোঃ মিজান,বিদ্যুৎ বেপারী, সাহিন মিয়া,আঃ মালেক,রাশেদ পত্তনদার,যুব অধিকার পরিষদের দোহার শাখার সভাপতি ইকবাল বাহার,শ্রমিক অধিকার পরিষদেoর মনির হোসেন, ছাত্র অধিকার পরিষদের আবু কাউছা সোহাগ, তানভির সহ আরো অনেকে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট আজাহারুল হক্ব ও নববাংলার প্রকাশক মোঃ বিল্লাল হোসেন সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব।
বক্তারা তাদের বক্তব্যে সমসাময়িক মূল্যবান বক্তব্য তুলে ধরেন। তারা দোহারে গণ অধিকার পরিষদের হাত কে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান