নাছির উদ্দিন পল্লবের দিক নির্দেশনায় ইমন -শাহীনের নেতৃত্বে আজ রবিবার সন্ধ্যায় দোহার বটতলায় রাইপাড়া -সুতার পাড়া ইউনিয়নের অর্ধশতাধিক তরুন গণ অধিকার পরিষদে যোগদান করে।
যোগদান সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব ঢাকা জেলার নাছির উদ্দিন পল্লব, দোহার উপজেলা আহবায়ক আঃ জব্বার,সদস্য সচিব মাসুদ রানা,মিজান,ইমন,শাহীন,রাশেদ পত্তনদার,যুব অধিকার পরিষদের নেতা বিদ্যুৎ বেপারী সহ আরও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।