মো: মনিরুল ইসলাম :
দোহার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ১০ ই রামাদান মঙ্গলবার প্রেসক্লাব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন পল্লবের সভাপতিত্বে ও সঞ্চালনায় ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন, দোহার পৌরসভা নায়েবে আমির ও জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সাখাওয়াত হোসেন।
ইফতার মাহফিলে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি নূরে আলম ঝিলু,যুবদলের সাবেক সভাপতি জুলহাস বেপারী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম, তিনি বলেন; “রোজা রেখে সর্বদা সত্য কথা বলতে হবে, সত্য কথা বললে যেকোন অন্যায় থেকে বিরত থাকা যায়।” এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আবুল হাসেম ফকির, সিনিয়র সহ সভাপতি সাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো: মনিরুল ইসলাম, দোহার উপজেলা প্রেসক্লাবের সদস্য মনির হোসেন, রাসেদ খন্দকার, গণধিকার পরিষদ দোহার উপজেলা আহবায়ক আব্দুল জব্বার, সদস্য সচিব ডা. মাসুদ,যুব অধিকার পরিষদের নেতা বিদ্যুৎ বেপারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার শাখার আহবায়ক রনি দেওয়ান ও সদস্য সচিব শহীদুল ইসলাম এবং নাগরিক কমিটির সদস্য আদর ইসলাম আকাশ ও রফিকুল ইসলাম, পেশাজীবী, আইনজীবী সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ।