এন ইউ পল্লবঃ
দোহারে বাজার নিয়ন্ত্রণে কার্তিকপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাসি-পচা মিষ্টি রাখার অপরাধে ৪ মিষ্টি দোকানীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- কার্তিকপুর বাজারের ইসলামিয়া মিষ্টি ঘর, রণজিৎ মিষ্টান্ন ভান্ডার, গোপাল মিষ্টান্ন ভান্ডার ও মদিনা মিষ্টি মেলা।
মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলার তৃতীয় বৃহত্তম বাজার কার্তিকপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।
জানা যায়, অভিযানে অধিক মুল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মুল্য তালিকা সঠিকভাবে সাটানোর বিষয়ে সতর্কতা জারী করেন।একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মুল্য সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।এ সময়ে ৪ টি মিষ্টির দোকানে পচা ঁও বাসি মিষ্ঠি রাখার অপরাধে ৪ মিষ্টি দোকানীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রমজানে বাজার মনিটরিংএ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিসস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। তিনি আরও বলেন, অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ৪টি প্রতিষ্ঠানকে মোট পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময়ে মিষ্টির দোকানে পচাঁ ও বাসি মিষ্টি (প্রায় আড়াই মন) ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।
অভিযান পরিচালনা কালে চার পাশের উপস্থিত ক্রেতা -ভোক্তাদের চোখে মুখে ছিলো বেজায় খুশীর ছাপ।তারা এধরনের অভিযান চান নিয়মিত।