নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার বিকেলে উপজেলার জয়পাড়া কালিমা চত্তরে এ ইফতার মাহফিল ও পরিচিতি সভার আয়েজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখা।
দোহার থানার সভাপতি হাফেজ-মাওলানা ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিল ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই.আ.বা এর ঢাকা জেলা দক্ষিনের সহ সভাপতি ডা. মো.কামরুজ্জামান। পরিচিতি ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হাফেজ-মাওলানা মো.জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো.আব্দুর রহিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সাধারন-সম্পাদক মো. আব্দুল মালেকের সঞ্চালনায় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা সভাপতি হাফেজ মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি মো.জামাল হোসেন, দোহার থানা মুজাহিদ কমিটির সদর মুফতি মাসউদুর রহমান সিদ্দিকি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশাররফ হোসেন শামিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সভাপতি মো. রাহাত প্রমুখ।
এছাড়াও আলোচনা ও পরিচিত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর দোহার শাখার সেক্রেটারি নুরে আলম ঝিলু, গন-অধিকার পরিষদ এর ঢাকা জেলার সদস্য সচিব হাজী নাছির উদ্দিন পল্লব, থানা আহবায়ক আঃ জব্বার, জাতীয় নাগরিক কমিটির আদর ইসলাম আকাশ,রফিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোহার শাখার আহবায়ক রনি দেওয়ান, সদস্য সচিব শহীদুল ইসলাম এবং বিভিন্ন প্রিন্ট -ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দরা।